Home BREAKING NEWS বিদ্যুৎ ও রাস্তার জন্য পথ অবরোধ থেমে নেই, এবার ঘটনা কৈলাশহরের ইরানি গ্রামে

বিদ্যুৎ ও রাস্তার জন্য পথ অবরোধ থেমে নেই, এবার ঘটনা কৈলাশহরের ইরানি গ্রামে

by News On Time Tripura
0 comment

কৈলাশহর:

বিদ্যুৎ ও রাস্তা সংস্কারের দাবিতে কৈলাসহর মহকুমার অধীন ইরানি গ্রাম পঞ্চায়েতের 06 নম্বর ওয়ার্ড এলাকায় ইরানি থানার সামনে রাস্তা অবরোধ এলাকাবাসীর জানা যায় কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের দপ্তরে ফোন করলে ও কোন সারা শব্দ নেই বিদ্যুৎ কর্মীদের,পুরো এলাকা জুড়ে বিদ্যুৎ নেই দুদিন থেকে,তৎসঙ্গে ইরানি থানার সামনে রাস্তা ভেঙ্গে জল জমে পুকুর হয়ে গিয়েছে বৃষ্টির মৌসুমে যেকোনো যানবাহন চলাকালীন অবস্থায় গাড়ি অর্ধেক ডুবে যায় পাশাপাশি এই রাস্তার বিষয়ে বারবার PDW দপ্তরে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি অবশেষে আজ এক প্রকার বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছেন এলাকার জনগণ এতে করে অনেক যানবাহন রাস্তার দুপাশে আটকা পড়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত ইরানি থানার পুলিশ.

You may also like