Home BREAKING NEWS দূর্ঘটনা থামার নয়, ভয়াবহ দূর্ঘটনায় নিহত বাইক চালক

দূর্ঘটনা থামার নয়, ভয়াবহ দূর্ঘটনায় নিহত বাইক চালক

by News On Time Tripura
0 comment

রাজনগরঃ বাইক ও ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত বাইক চালক, আহত ইকো গাড়ির অল্প বিস্তর যাত্রী । ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ রাজনগর ব্লকের রাধানগর দুই নং টিলা এলাকায়। বর্তমানে আহতদের রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে । নিহত বাইক চালকের নাম বিশ্বজিৎ দে । বয়স আটাশ বছর। বাড়ি ভবানীপুর এলাকায়। জানা যায়, বিশ্বজিৎ দে TR07F 8111 নম্বরের পালসার বাইক চেপে রাধানগর থেকে ভবানীপুর উদ্দেশ্য যাওয়ার পথে , উল্টো দিক থেকে আসা TR03M0523 নম্বরের মারুতি ইকোর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এরফলে দুমরে মুচরে যায় বাইক। এই সংঘর্ষের জেরে ঘটনাস্থলে প্রান হারান বাইক চালক বিশ্বজিৎ।

অপরদিকে ইকো গাড়ির চালক সহ আহত কয়েক জন । ঘটনা স্থল থেকে নিহত ও আহতদের নিয়ে আসা হয় রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । কর্তব্যরত চিকিৎসক বাইক চালক বিশ্বজিৎ দে কে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত বলো ঘোষণা করেন । নিহত বিশ্বজিৎ দে কে ময়নাতদন্তের জন্য বিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় । আগামীকাল হবে ময়নাতদন্ত । ঘটনায় রাধানগর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato