
বিলোনিয়াঃ বিলোনিয়া বাম বিরোধী আন্দোলনের অন্যতম নেতা দুবারের কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক বর্তমানে বিজেপি দলের বরিষ্ট নেতৃত্ব অমল মল্লিক প্রয়াত হন। দীর্ঘদিন অসুস্থ থাকলেও মৃত্যুর কোন লক্ষ্মণ ছিলোনা।মঙ্গলবার সকাল ও বিলোনীয়া হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে গেছেন,,হঠাৎ করে বিকাল বেলায় শারিরীক অসুস্হতা বোধ করায় সঙ্গে সঙ্গে বিলোনীয়া হাসপাতালে নিয়ে আসে বাড়ীর লোকজন, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে অক্সিজেন দেওয়া হয় বেডে নিয়ে চিকিৎসার সুয়োগ দেননি প্রাক্তন বিধায়ক অমল মল্লিক,হ্রিদ রোগে আক্রান্ত হয়ে সাড়ে চারটা নাগাদ সমস্ত মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করেন।

ওনার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিলোনীয়া হাসপাতালে ছুটে যান বিলোনীয়া মন্ডল সভাপতি গৌতম সরকার, বিজেপি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস,সিপিআইএম বিধায়ক দীপংকর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, বিলোনীয়া পুরপরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, জেলা পরিষদের সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, ওনারা সকলে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান,আত্মীয় স্বজন,বন্দ্বু বান্দ্বব সহ গোটা হাপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে।