
বিশালগড়ঃ নেশার রমরমার সাথে বৃদ্ধি পাচ্ছে চুরি ছিন্তাইয়ের ঘটনা। আর এই ক্ষেত্রে বিভিন্ন এলাকায় অপরিচিত যুবকদের দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছে স্থানিয় নিবাসীরা।আর এর ফলে বিভিন্ন ক্ষেত্রে নির্দোষ ছেলেরাও জনরোষে পরছে। সোমবার গভীর রাতে বিশালগড় থানাধীন গোপিনগর এলাকায় চোর সন্দেহে সাগর সিং ও সুখেন দাস নামের দুই যুবকের উপর চলে গনধোলাই।অপরিচিত হওয়ায় তাদের বাইক আটকে তাদের শারীরিক ভাবে নিগ্রহ করতে থাকে স্থানীয় জনগন। বাইকটিও ভাংচুর করা হয়। বিচারের নামে আইন হাতে তুলে নিচ্ছে নাগরিকরা। পরে বিশালগড় থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসেন।উভয় যুবকই গুরুতর আহত হয়।