
সাব্রুমঃ পানীয় জলের সমস্যা সমাধানে দুই দেশের প্রতিনিধিদের গুরুত্বপুর্ন বৈঠক সাব্রুমে। ভারত ও বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের যৌথ বৈঠকে সোমবার ফেনী নদী থেকে জল উত্তোলন এবং সাব্রুমের ডোলুবাড়িতে প্রস্তাবিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় । দীর্ঘ তিন ঘন্টা যাবত চলে গুরুত্বপুর্ন এই আলোচনা বৈঠক। জানা যায় এই প্ল্যান্টের জন্য ফেনী ন্দি থেকে ১.৮২ কিউসেক জল উত্তোলন করা হবে। সোমবার বেলা এগারোটা নাগাদ বাংলাদেশের একটি প্রতিনিধি দল সাব্রুমের মৈত্রী সেতুর উপর দিয়ে ভারতে প্রবেশ করেন এবং তাদের স্বাগত জানান বিএসএফ ও ভারত সরকারের বিভিন্ন দপ্তরের অধিকারিকরা। বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ওয়াটার ডেভলাপমেন্ট বোর্ডের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার শিভেন্দু খাস্তগীর এর নেতৃত্বে ১৩ জন সদস্য। অন্যদিকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পি.ডব্লিউ. ডি. (ডি.ডাবলু.এস.) দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার শ্যামল ভৌমিকের নেতৃত্বে ১৪ জনের একটি প্রতিনিধি দল।