
কুমারঘাটঃ প্রধানমন্ত্রী আবাস যোজনায় রেকর্ড সংখ্যক ঘর বন্টনের দাবী জানিয়ে একদিকে মুখ্যমন্ত্রী ভাষন দিচ্ছেন আর অন্যদিকে এই ঘর বন্টন নিয়ে রাজ্যের একাধিক এলাকা থেকে দুর্নিতির অভিযোগ আসছে। ঘরের টাকা এবং রেগার মজুরি না পেয়ে এবার পঞ্চায়েত অফিসে তালা ঝুলাল গ্রামের মহিলারা। ঘটনা সোমবার কুমারঘাট ব্লকের ফটিকরায়ের পশ্চিম মশাউলি গ্রাম পঞ্চায়েতে। মহিলাদের অভিযোগ অনেকেই ঠিক সময়ে ঘরের কিস্তি না পাওয়ায় ঘর নির্মানে বাধাপ্রাপ্ত হচ্ছে আবার অন্যদিকে নতুন তালিকায় নাম নথিভুক্তকরন এবং রেগার মজুরি নিয়েও চলছে দুর্নীতি । আর এই ক্ষেত্রে পশ্চিম মশাউলি গ্রাম পঞ্চায়েতের কর্মরত RPM পরিতোষ মালাকার, ও একই পঞ্চায়েতের কর্মরত দুইজন GRS নিত্যেশ্বর সিনহা ও তপন দেবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গ্রামবাসীর। তাই সোমবার তাদের তিনজকেই পঞ্চায়েতের ভিতরে রেখেই তালা ঝুলিয়ে দেয় গ্রামের মহিলারা। পরে খবর পেয়ে এলাকার নেতা মাতব্বররা এসে তালা খুলে ছাড়িয়ে নিয়ে যায় তিনজনকে।