চুরাইবাড়ি:
ত্রিপুরা অসম সীমান্তে আটক লরি বোঝাই এক কোটি পয়ত্রিশ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ,ধৃত এক।
গোপন খবরের ভিত্তিতে অসম থেকে রাজ্যে প্রবেশের পথে ত্রিপুরা অসম সীমান্তে আটক লরি বোঝাই এক কোটি পয়ত্রিশ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ এস্কাফ্।সাথে আটক করা হয় লরি চালক সাহনাজ পাশা (৪১) পিতা মোহাম্মদ পাশাকে।তার বাড়ি অন্দ্র প্রদেশের মেধাক এলাকায় বলে জানা গেছে।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানায়। জানা গেছে, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে চুরাইবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যা থেকে চুরাইবাড়ি থানার পুলিশ ত্রিপুরা অসম সীমান্তের থানার নাকা পয়েন্টে জোর তল্লাশি শুরু করে। পুলিশের কাছে খবর ছিল ময়দা বোঝাই লরি করে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ রাজ্যে প্রবেশ করবে।রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ JH07L9873 নম্বরের বারো চাকার লরি অসম সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করলে পুলিশ যথারীতি লরিটিতে তল্লাশি চালায়।গোটা রাতভর তল্লাশি চালিয়ে লড়িতে মজুদ পাঁচশো বস্তা ময়দার ভেতর থেকে ৮৪ কার্টুন নেশা জাতীয় কফ সিরাপ এস্কাফ্ উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় লরি চালক সাহনাজ কে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন,গোপন খবরের ভিত্তিতেই এই অভিযান।অভিযানে ৮৪ কার্টুনে ২৬৮৭০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ এস্কাফ্ উদ্ধার হয়েছে।যার কালোবাজারি মূল আনুমানিক এক কোটি পয়ত্রিশ লক্ষ টাকা।এই কফ সিরাপ গুলি শিলিগুড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।স্হানীয় থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে। সোমবার ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।
বাইট•••।