বিশালগড়ঃ একাংশ চালকের বেপরোয়াপনার কারনে রাজ্যে যান দূর্ঘটনার পরিসংখ্যান মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় প্রান হারাচ্ছে বহু মানুষ। আর এর পেছনে অধিকাংশ ক্ষেত্রেই দায়ী অত্যাধিক গতিতে ট্রাফিক নিয়ম না মেনে যানবাহন চালানো। এমনই এক যান চালক বেপরোয়ানার কারনে খেল জন সাধারনের ধোলাই। রবিবার বিশালগড় নিউমার্কেট সংলগ্ন অগ্নি নির্বাপক দপ্তরের মূল ফটকের সামনেই উদয়পুর থেকে আসা একটি যাত্রীবাহী বাস অত্যাধিক গতিতে থাকার কারনে এক বাইক চালককে ধাক্কা মারে। বিশালগড়ের একদম প্রানকেন্দ্র হওয়ার সুবাদে এই এলাকাটি শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা। আর ভীড়ের মধ্যেও গতি নিয়ন্ত্রনে ছিলনা বাসটির, যে কারনে বাইক চালকের সাথে সংঘর্ষ বাঁধে। TR07-1223 নাম্বারের গাড়িটির চালকের নাম টুটন বিশ্বাস। বাইকটিকে ধাক্কা দিয়ে চালাকি করেই গতি বাড়িয়ে পালিয়ে যেতেই প্রত্যক্ষদর্শী কতিপয় স্থানীয় ব্যবসায়ী এবং পথচারী মিলে গাড়ীটিকে থামিয়ে চালক টুটনকে গাড়ি থেকে নামিয়ে ফেলে। তারপর তার সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পরে কতিপয় পথচারী। হঠাৎ করেই টুটনের উপর প্রহার শুরু হয়। ক্ষনিকের মধ্যেই উত্তেজিত ভীড়ের রোষানলে পরে বাস চালক টুটন। বিশালগড় থানার ঠিক সামনেই ঘটনাটি ঘটলেও ততক্ষন পুলিশ পেছন থেকে এইসব উপভোগ করছিল। তারপর যখন প্রহারের মাত্রা বেড়ে যায় তখন উত্তেজিত জনতার হাত থেকে টুটনকে রক্ষার জন্য এগিয়ে যায় পুলিশ। তবে ততক্ষনে এতটাই প্রহার টুটনের উপর পরে, বিশালগড় হাসপাতাল থেকে তাকে হাপানিয়া স্থিত ত্রিপুরা ম্যাডিকেল কলেজে রেফার করতে হয়। তবে এই ঘটনা একদিকে যেমন বেপরোয়াভাবে চলাচল করা যান চালকদের জন্য এক ধরনের হুঁশিয়ারি , অন্যদিকে থানার সামনে এক ব্যক্তির উপর এই ধরনের প্রহার পুলিশের ভুমকার উপরও প্রশ্ন তুলে।