বাইখোরাঃ ঘটনার বিবরনে জানাযায় রবিবার সন্ধ্যাবেলায় পশ্চিম চড়কবাই উত্তর পাড়ায় একটি পরিত্যাক্ত ড্রেইনে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। জানা যায় মৃতব্যক্তি পশ্চিম চড়কবাই উত্তর পাড়ার বাসিন্দা কার্তিক ভৌমিক। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন । শনিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।রবিবার সন্ধ্যাবেলায় উত্তর পাড়া এলাকায় পরিত্যাক্ত ড্রেইনে উনার মৃতদেহের দেখতে পায় এলাকাবাসী। মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে বাইখোড়া থানার পুলিশ।