Home BREAKING NEWS নাবালিকা অন্তসত্ত্বা, গ্রেপ্তার বিবাহিত যুবক

নাবালিকা অন্তসত্ত্বা, গ্রেপ্তার বিবাহিত যুবক

by News On Time Tripura
0 comment

বিলোনিয়া: ১৪ বছরের নাবালিকা অন্তঃসত্ত্বা কাণ্ডে অভিযুক্ত এক বিবাহিত যুবককে গ্রেফতার করলো বিলোনিয়া মহিলা থানার পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই, গতকাল অর্থাৎ শনিবার রাত একটা নাগাদ অন্তঃসত্ত্বা নাবালিকা পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করে। মামলা দায়ের হতেই মহিলা থানার পুলিশ 376 IPC ও 6 of posco ধারায় মামলা হাতে নিয়ে অভিযুক্তকে গ্ৰেপ্তার করে নিয়ে আসে বিলোনিয়া মহিলা থানাতে। নাবালিকা অন্তঃসত্ত্বা কাণ্ডে অভিযুক্ত বিবাহিত যুবকের নাম অজিত মল্ল । বাড়ি বিলোনিয়া পাইখলা এলাকায়। পেশায় একজন গাড়ী চালক। জানা যায়, গতকাল গভীর রাতে মহিলা থানার পুলিশ পাইখলা এলাকায় অজিত মল্লের বাড়িতে হানা দিয়ে গ্ৰেপ্তার করে অজিতকে। রবিবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে নাবালিকা অন্তঃসত্ত্বা কাণ্ডে অভিযুক্ত অজিতকে। আদালত পুলিশের কাছে সিডি তলব করে অজিতকে দুই দিনের জেল হেফাজতে রাখার পর বারোই জুন পুনরায় আদালতে সোপর্দ করার নির্দেশ দেন। এদিকে, অভিযুক্ত অজিত সহ তার পরিবারের দাবি তাকে ফাঁসানো হয়েছে। বর্তমানে অন্তঃসত্ত্বা না বালিকাটি উদপুর হাসপাতালে চিকিৎসা চলছে ।

You may also like