Home BREAKING NEWS বৃষ্টিতেই অভিযান, ৭০ হাজার টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত

বৃষ্টিতেই অভিযান, ৭০ হাজার টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত

by News On Time Tripura
0 comment

উদয়পুর:

শনিবার দুপুরে ভারী বৃষ্টিকে মাথায় নিয়ে নেশা বিরোধী অভিযান সংগঠিত করে উদয়পুর রাধাকিশোরপুর থানা । এই নেশা বিরোধী অভিযানে এক প্রকার থরথরি কম্পন নেশা কারবারিদের মধ্যে । এই দিন দুপুরে টাউন সোনামুড়া করোনা বাজার সংলগ্ন এলাকায় নেশা কারবারি মনোজিৎ দাসের বাড়িতে পুলিশ তল্লাশি চালায় । ঘরে তল্লাশি চলাকালীন অবস্থায় পুলিশ নেশা বিক্রেতার ঘর থেকে ৭০ হাজার টাকার ব্রাউন সুগার ও নগদ ত্রিশ হাজার টাকা উদ্ধার করে । সাথে ব্রাউন সুগারের কৌটার প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ।

পুলিশ জানায় , পুলিশি অভিযান টের পেয়ে নেশা কারবারি মনোজিৎ দাস নিজ বাড়ি থেকে চম্পট দেয় । তাকে ধরার জন্য পুলিশ এখন তল্লাশি অভিযান শুরু করেছে । এদিন রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে নেশা বিরোধী অভিযানের পুলিশের একটি স্পেশাল টীম এই অভিযান করে বলে জানা যায় । যেভাবে একের পর এক নেশা বিরোধী অভিযান শুরু হয়েছে উদয়পুরে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে । তাতে করে প্রতিনিয়ত চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে উদয়পুরে ।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato