ধর্মনগর:
আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই তিনটি গাই গরু সহ একটি বাছুর।ক্ষয়ক্ষতির পরিমাণ তিন থেকে চার লক্ষ টাকা।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন মনতলা এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক তিনটা নাগাদ মনতলা রোডের বাসিন্দা স্বদেশ চক্রবর্তীর গোয়াল ঘরে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখেন গৃহস্থ স্বদেশ।তখন তিনি চিৎকার চেঁচামেচি করলে ছুঁটে আসেন আশপাশের লোকজন।খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে।কিন্তু আগুনের লেলিহান শিখা গোটা গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়।গৃহস্থ জানান,গোয়াল ঘরে তিনটি গর্ভবতী গাই গরু সহ একটি বাছুর গরু ছিল।সেগুলি আগুনে পুড়ে ঘরের ভেতরেই মারা গেছে। তিনি জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন থেকে চার লক্ষ টাকা। পরিবারের লোকজন সহ দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত।