কুমারঘাটঃ রেলে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনা কুমারঘাটের নবীনছড়া ওভার ব্রিজ সংলগ্ন এলাকায়। যুবকের নাম তপন চাকমা বলে জানা যায়। সূত্রের খবর অনুযায়ী রাত ১১টা সময় ঘুমিয়ে,পড়ে তপন চাকমা,বেশি গরমের কারণে ঘুমোতে না পেরে রাত দুটোর সময় বাড়ি থেকে বের হয়ে রেললাইনে যায় যুবকটি। সে আর সারারাত বাড়ি ফিরে আসেনি,সূত্রের খবর অনুযায়ী যুবকটি রেললাইনে ঘুমিয়ে ছিল যার ফলে সকালের মাল বোঝাই রেলে কাটা পড়ে বলে ধারণা করছে এলাকাবাসীরা l