শান্তিরবাজারঃ জাতীয় সড়কের উন্নয়ন চোখে পড়লেও রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে রাস্তার বেহাল অবস্থায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘ কয়েক বছর যাবৎ যাতায়তের জন্য অসুবিধার সন্মুখিন বেতাগা নাথ পাড়ার সাধারন মানুষ। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা নাথ পাড়া এলাকার জনসাধারনদের ভাঙ্গা ব্রীজ দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। বাম আমলের পর এখন রাম আমলের দ্বিতীয় পর্ব । তবে কাজের কাজ কিছুই হয়নি। একই অবস্থায় প্রতিদিন জীবন ঝুঁকি নিয়েই চলাফেরা করতে হচ্ছে এই এলাকার নিবাসীদের। এলাকার নেতা, মেম্বার সহ জন প্রতিনিধিরা বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন।কিন্তু কাজ করেননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্ত হয় এলাকাবাসী। তারা দ্রুত রাস্তা সহ ব্রীজটির সংস্কারের দাবি জানান নয়তো আগামিদিনে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্ত হবেন।