তেলিয়ামুড়াঃ
আবারো যান দুর্ঘটনায় আহত ১। দ্রুতগতি সম্পন্ন বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত এক বাইসাইকেল আরোহী। ঘটনা, তেলিয়ামুড়া থানা এলাকার তুইসিন্দ্রাই থেকে রাঙ্খল যাওয়ার পথে বৃহস্পতিবার গভীর রাতে।
ঘটনার বিবরণে জানা যায়, দুই যুবক TR 06 D4556 নম্বরের একটি বাইক নিয়ে দ্রুত গতিতে এবং বেপরোয়া ভাবে তুইসিন্দ্রাই থেকে রাঙ্খল যাওয়ার রাস্তা ধরে যাওয়ার সময় একটি বাইসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। বাইকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে বাইসাইকেল সহ বাইসাইকেল আরোহী এবং গুরুতর আহত হয় ওই বাইসাইকেল আরোহী নেপাল দাস। অন্যদিকে, বাইসাইকেলটি’কে ধাক্কা দিয়ে বাইকটিও দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষজন ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে, পরবর্তীতে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আহত ৩ জনকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহত ৩ জনের মধ্যে বাইসাইকেল আরোহী নেপাল দাসের অবস্থা গুরুতর।