
বিলোনিয়াঃ বিলোনিয়া মহকুমা হাসপাতালের নবনির্মিত মাদার ও child কেয়ার ইউনিট এ ধোয়া দেখে চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। ছুটে আসে দমকল বাহিনী, ঘরের ভিতরে ঢুকে তিনতলায় উঠে দেখা যায় একটা জায়গায় কিছু দাহ্য পদার্থে আগুন দেওয়া হয়েছে। সাথে সাথে সন্দেহ হয় এই নবনির্মিত বিল্ডিং এ কেউ রয়েছে। খোঁজাখুঁজি করতে দেখা যায় বিদ্যুতের ওয়ারিং সব তার ছিড়ে ছুঁড়ে নিচে ফেলে দিয়ে তারগুলি কেটে নেওয়া হয়েছে। এছাড়াও পাশে একটি রুমে পাওয়া যায় প্রচুর তামার তার। যা থেকে সন্দেহ হয় চোর তার কেটে তার গুলিকে পুড়িয়ে তার থেকে তামাগুলি বের করে নিয়েছে। শুরু হয় খোঁজাখুঁজি। এমন সময় দেখা যায় কেউ একজন বিল্ডিংয়ের উপর থেকে ছাদ বেয়ে নিচে নেমে পালিয়ে যাচ্ছে। সাথে সাথে পিছু ধাওয়া করে কিছু যুবক এবং পরবর্তী সময়ে চোরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বিজয় ঋষি দাস (২৫)। তুলে নিয়া শহরে বিভিন্ন চুড়ি কান্ডের সাথে যুক্ত রয়েছে বলে জানা যায়। এরই মধ্যে বিলোনিয়া হাসপাতালে এসি মেশিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের দামি জিনিস চুরি হয়ে গেছে। মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলই জানিয়েছেন এই বিষয়ে বিলোনিয়া থানায় মামলা করা রয়েছে। আজ আবার এই ঘটনায় চোরের নাম উল্লেখ করে মামলা করা হবে বলে জানান মহকুমা স্বাস্থ্য আধিকারিক। এখন দেখার বিষয় চোরকে জিজ্ঞাসাবাদ করে চুরি কান্ডের কুলকিনারা করতে পারে কিনা বিলোনিয়া থানার পুলিশ।