
বিলোনিয়াঃ বাড়ি ঘরে ঢুকে হামলা ও ভাঙ্গচুরের অভিযোগ তুলে ছোট ভাই সহ ভাগিনার বিরুদ্ধে মামলা বড়ো ভাইয়ের । বিলোনিয়া থানাতে মামলাটি হয় আজ বিকেলে । মামলা দায়ের হতেই পুলিশ অভিযুক্তদের গ্ৰেপ্তার করতে গেলেও অভিযুক্তরা পলাতক। ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ ব্লকের পুরাতন মতাই এলাকায়। কি কারণে এই ভাঙ্গচুরের ঘটনা এই বিষয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে সম্পত্তির বিবাদের জেরে এই ঘটনা। তবে বড়ো ভাই নরেশ ভৌমিক জানায়, বাপের সম্পত্তি ছোট ভাই দূর্যোধন ভৌমিককে ভাগ করে দেওয়া হয়েছে। সেই সম্পত্তি বিক্রি করে সে পাড়ি দিয়েছেল বিদেশে। গতকিছু দিন আগে বিদেশ থেকে ফিরে এসে ভাগিনা সহ ছোট ভাই দূর্যোধন এই হামলা চালিয়ে ভাঙ্গচুর করে ঘরের জিনিসপত্র। মামলা দায়ের করার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানায়, ভাঙ্গচুরের সময় বাড়িতে ছিলনা সে। স্ত্রীর প্রসবকালীন সময় হওয়াতে স্ত্রীকে নিয়ে জিবি হাসপাতালে ছিল। বাড়িতে ছিল নরেশ ভৌমিকের শাশুড়ি। রাতে হঠাৎ করে বাড়িতে ঢুকে ছোট ভাই দূর্যোধন সহ ভাগিনা নাকি বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে, এরপর নরেশ ভৌমিকের শাশুড়িকে ধাক্কা মেরে ঘরে ঢুকে ঘরের জিনিসপত্র ভাঙ্গচুর করে বলে অভিযোগ। এই খবর পেয়ে আগরতলা জিবি হাসপাতাল থেকে আজ ছুটে আসে নরেশ ভৌমিক । বাড়িতে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করার পর বড়ো ভাই নরেশ ভৌমিক ঘটনার বিচার চেয়ে দ্বারস্থ হন বিলোনিয়া থানায়।