Home BREAKING NEWS ৪৬০০ প্যাকেট অবৈধ বার্মিজ সিগারেট আটক

৪৬০০ প্যাকেট অবৈধ বার্মিজ সিগারেট আটক

by News On Time Tripura
0 comment

দামছড়াঃ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আদেশে উত্তর জেলা পুলিশের একের পর এক সাফল্য অর্জন করছে।দীর্ঘদিনের অবৈধ বাণিজ্যকে রুখতে দামছড়ার নবনিযুক্ত ভারপ্রাপ্ত ওসি রাজু ভৌমিকের আবারো বিরাট সাফল্য। তিনি নেশা মুক্ত ত্রিপুরার গঠন করতে রাজ্যের মানুষকে নেশা মুক্ত রাখতে একের পর এক নেশা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন দামছড়ায় । দামছড়া মিজোরাম এর বর্ডার কে কাজে লাগিয়ে কখনো রাজ্যে আসছে বার্মা থেকে মিজোরাম হয়ে বার্মিজ গরু , বার্মিস সুপারি, মরণ ভেদি ড্রাগস, হিরোইন, ফেনসিডিল, ইয়াবার মত নেশা জাতীয় দ্রব্য এ নেশা জাতীয় দ্রব্য রাজ্যের যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দিনের পর দিন।মুখ্যমন্ত্রী নির্দেশ সেই ধ্বংসময়ী নেশা দ্রব্য যাতে সমাজে আর বিস্তৃত না হতে পারে। নেশা করাল গ্রাসে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ যুবসমাজকে নেশা বিরোধী অভিযানে এগিয়ে আসতে হবে ।সঙ্গে রাজ্য পুলিশকেও এই নেশা বিরোধী অভিযানে থাকতে হবে ।তারই অঙ্গ হিসাবে গতকাল রাত্রিবেলা গুপন সংবাদ এর খবরে ভিতিতে উত্তর জেলার অন্তর্গত দামছড়া থানার ওসি আবারো বিরাট অংশের সাফল্য। গত কাল রাতে আনুমানিক সাড়ে বারোটা নাগাদ Tr 04 2927 এর একটি পেসঞ্জার মেক্স গাড়িতে তলাসি চালিয়ে আনুমানিক ৪৬০০ প্যাকেট অবৈধ বার্মিজ সিগারেট আটক করে যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকার উপর হতে পারে। গাড়িটি দামছড়া থানা হয়ে পানিসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। খবর পেয়ে বংশল নাকা পয়েন্টে প্রচুর সংখ্যক টি এস আর নিয়ে পয়েন্ট ঘেরা করা হয়। ওসি রাজু ভৌমিক বলেন গাড়িটি দামছড়া থানার সামনে থেকে সিগন্যাল না মেনে পালিয়ে আসে। শেষ পর্যন্ত বংশল নাকা পয়েন্টে এসে গাড়িটিকে আটক করা হয় ।আটক করার সঙ্গে সঙ্গেই গাড়ির চালক পালিয়ে যায় । সেই গাড়িটিকে নিয়ে আসা হয় দামছাড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে দামছড়া থানার পুলিশ।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato