Home BREAKING NEWS এক SPO জাওয়ানের দায়ের কোপে গুরুতর যখন অপর SPO জাওয়ান

এক SPO জাওয়ানের দায়ের কোপে গুরুতর যখন অপর SPO জাওয়ান

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

   দুই SPO জাওয়ানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ! এই সংঘর্ষের জেরে এক SPO জাওয়ানের দায়ের কোপে গুরুতর যখন অপর SPO জাওয়ান। এই দুই জাওয়ান কর্তব্যরত রয়েছে তেলিয়ামুড়া থানায়। এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া'র কলইপাড়া এলাকায় বুধবার দিন।
     তেলিয়ামুড়া থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই কোন এক বিষয়কে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানায় কর্তব্যরত সজল দাস এবং রাকেশ ভৌমিক নামের দুই SPO জাওয়ানের মধ্যে একে অপরের প্রতি হিংসাত্মমূলক মনোভাব ছিল। অবশেষে বুধবার দিন এই হিংসাত্মমূলক মনোভাবের বহিঃপ্রকাশের ফলেই ব্রহ্মছড়া'র কলইপাড়া এলাকায় ঘুরতে গিয়ে তাদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা এবং এই বাকবিতণ্ডা মুহূর্তেই রূপ নেই হাতাহাতিতে।
     অভিযোগ, সেই সময় আচমকাই রাকেশ ভৌমিক নামের ওই SPO জাওয়ান প্রায় ৪-৫ জন লোক নিয়ে ধারালো অস্ত্র 'দা' দিয়ে প্রাণঘাতী হামলা চালায় সজল দাস নামের ওই SPO জাওয়ানের উপর। দায়ের কোপে মুহূর্তেই গুরুতর আহত হয়ে রক্তাক্ত হয়ে যায় সজল দাস নামের ওই SPO জাওয়ান। অবশেষে সজল ঘটনাস্থল থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। সেখানে আসলে SPO সজলের এই অবস্থা দেখে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ TSR জাওয়ান'রা সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চলে গুরুতর আহত ওই SPO জাওয়ানের চিকিৎসা।
     অন্যদিকে এ ব্যাপারে রাকেশ ভৌমিক নামের ওই SPO জাওয়ান জানায়,,,, সে SPO সজল দাসের উপর কোন প্রকার আক্রমণ বা হামলা করেনি। সে এই সম্পূর্ণ ঘটনাটি'কে অস্বীকার করে। সে জানায়,,, তাদের মধ্যে শুধুমাত্র সামান্য একটু বাকবিতণ্ডা হয়েছিল। কিন্তু কিভাবে ওই SPO জাওয়ান সজল দাস আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে এ ব্যাপারে সে কিছুই জানেনা।
     এখন এটাই দেখার বিষয় এই গোটা ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানার পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে।।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato