Home BREAKING NEWS বাড়ছে চুরি, অফিসার স্বল্পতায় ব্যার্থ বিশালগড় থানা

বাড়ছে চুরি, অফিসার স্বল্পতায় ব্যার্থ বিশালগড় থানা

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ অফিসার স্বল্পতায় ভুগছে বিশালগড় থানা। রাজ্যের অন্যতম ব্যস্ত এবং স্পর্শকাতর এই থানা বর্তমানে সুদক্ষ পুলিশ অফিসারের অভাবে ধুঁকছে । আর এর সুযোগে ক্রমান্বয়ে বেড়ে চলছে অপরাধীদের আস্ফালন। বৃদ্ধি পাচ্ছে চুরি-ছিন্তাইয়ের ঘটনাও। লাগাম টানতে চাইলেও সুদক্ষ অফিসারের স্বল্পতায় পিছিয়ে পড়ছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে বিশালগড় বাজারের প্রাণকেন্দ্র এবং বিশালগড় থানার ঢিল ছোঁড়া দূর থেকে আবার বাইক চুরির ঘটনা বিশালগড় পুলিশের ব্যর্থতাকে তুলে ধরল। বুধবার সকাল নাগাদ বিশালগড় সেন্ট্রাল রোডে একটি বেসরকারি ব্যাংকের কর্মীর বাইট চুরি করে নিয়ে যায় চোর। জানাযায় প্রত্যেক দিনের মতোই ব্যাংক কর্মী মনিশ বিশ্বাস বুধবার সকালে অফিসে এসে তার বাইকটি ব্যাঙ্কের সামনেই পার্ক করেন । কিছুক্ষন পরই তার TR07D5922 নাম্বারের বাইকটি উধাও হয়ে যায় । তবে বিশালগড় শহরে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও ঠিক থানার সামনের সিসিটিভি ক্যামেরাটি বিকল হয়ে আছে। হেলদোল নেই বিশালগড় থানার। আর ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া চুরির ঘটনায় লাগাম টানতে অসফল বিশালগড় থানার প্রচেষ্টার অভাবে চোরেদের আতঙ্কে দিন গুনছে বিশালগড়বাসী।

You may also like