Home BREAKING NEWS শীঘ্রই চালু হচ্ছে কমলাসাগর তারাপুর সীমান্ত হাট

শীঘ্রই চালু হচ্ছে কমলাসাগর তারাপুর সীমান্ত হাট

by News On Time Tripura
0 comment

বিশালগড়: দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর আবারো খুলতে যাচ্ছে কমলাসাগর-তারাপুর সীমান্তহাট। মঙ্গলবার এই সংক্রান্ত বিষয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে একটি বৈঠক সম্পন্ন হয়েছে কসবাস্থিত কমলাসাগর-তারাপুর সীমান্তহাটে। বৈঠকে বাংলাদেশের তরফে ব্রাহ্মণবাড়িয়া জেলার এডিএম হেলেনা পারভিন, উপ জেলা নির্বাহী আধিকারিক মোঃ আমিনুল এহসান খান, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কালেকটর, বিজিবির প্রতিনিধি এবং কসবা থানার ওসি সহ উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতের তরফে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক তথা কমলাসাগর-তারাপুর বর্ডারহাট মেন্যাজমেন্ট কমিটির চেয়ারম্যান জয়ন্ত দে, মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, মহকুমা পুলিশ আধিকারিক, সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই সীমান্থাটটি পুনরায় চালু করতে উভয় দেশের প্রতিনিধিরা সহমত পোষন করেন। তবে এতদিন বন্ধ থাকায় সীমান্ত হাটটিতে কিছু মেরামতের কাজের প্রয়োজন বোধ করেন উভয় দেশের প্রতিনিধিরা। যার জন্য আগামী সাতদিনের মধ্যে উভয় দেশের পক্ষ থেকে মেরামতের জন্য খরচের একটা হিসাব করা হবে। আগামী ১৪ই জুন প্রয়োজনীয় হিসাব গ্রহন করে কাজ শুরু করা হবে। তারপর আগামী জুলাই মাসের ১০-১২ তারিখের মধ্যে পুনরায় উভয় দেশের প্রতিনিধিরা বসে সীমান্ত হাট পুনরায় চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করবেন। তবে বাংলাদেশের প্রতিনিধিরা তাদের দিকে ফেন্সিং বাড়ানোর এবং সীমান্ত হাটে সিসিটিভি ক্যামেরা লাগানর দাবী রাখেন।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato