Home BREAKING NEWS শহরকে ছাপিয়ে মফঃস্বলের কৃষকের ছেলে উচ্চ মাধ্যমিকে প্রথম

শহরকে ছাপিয়ে মফঃস্বলের কৃষকের ছেলে উচ্চ মাধ্যমিকে প্রথম

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

2023 এর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষায় রাজধানীর বনেদী স্কুলগুলিকে পেছনে ফেলে মফশ্বলের ছাত্রছাত্রীরা নজির স্থাপন করেছে। শুধুমাত্র গৃহশিক্ষক নির্ভর নয়, পাঠ্য পুস্তক পড়ে এবং নিজের গভীর মানসিক প্রস্তুতির মাধ্যমে এবছর উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম স্থা দখল করেছে ঋষ্যমুখের অরিন্দম।

সম্ভাব্য মেধা তালিক

বিলোনিয়া মহকুমার ঋষ্যমূখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের  ছাত্র অরিন্দম মল্ল । তার এই কৃতিত্বের জন্য বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের নাম আবারো উজ্জ্বল হলো । ঋষ্যমুখ দ্বাদশ শ্রেনীর বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র অরিন্দম মল্ল ৪৯৩ নম্বর পেয়েছে। আর্থিক স্বচ্ছলতা সম্পন্ন পরিবারের ছেলে নয় অরিন্দম। বাবা একজন কৃষক, মা পরিবার সামলান। স্বাভাবিক ভাবেই পড়া শুনার জন্য তেমন সুযোগ সুবিধা পায়নি অরিন্দম। তবে ছেলের মধ্যে মানসিক শক্তি এবং দৃঢ় প্রত্যয় তৈরী করতে অনেকটাই ভুমিক গ্রহন করেছেন পিতা মাতা। এই সাফল্যের পেছনে সারাদিনে তিন থেকে চার ঘন্টা সে মনযোগ দিয়ে পড়ালেখা যেমন করেছে অরিন্দম তেমনি খেলাধূলাও করেছে অনেক‌। ছোটখাট সমস্যা সমাধানের জন্য মাত্র দুইজন গৃহ শিক্ষক ছিল অরিন্দমের। কলা বিভাগের ছাত্র অরিন্দমের  নাচ,গান,ক্যুইজ খুব পছন্দের। এই  সফলতার পেছনে স্কুলের শিক্ষক, পরিবার, বন্ধু বান্ধব সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে জানায় অরিন্দম।

তাছাড়া ঋষ্যমুখ অভয়নগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী সুস্মিতা নাথ ৪৮১ নম্বর পেয়ে ষষ্ঠ স্হান দখল করে । অপরদিকে বড়পাথরী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ছাত্রী পূজা ভৌমিক ৪৮০ নম্বর পেয়ে সপ্তম স্হান দখল করে । এক কথায় বলতে গেলে শহরকে ছাপিয়ে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় ছাত্রছাত্রীদের মেধা নজর কারলো তথা পথ দেখালো সারা রাজ্যকে।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato