ধর্মনগর:
আবারো উত্তর জেলার ধর্মনগর থানার হাতে দুইশো কৌটা হেরোইন সমেত ধৃত এক কারবারী। ধৃতের নাম নির্মল কালুয়া। জানা গেছে, রবিবার দুপুরে ধর্মনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী স্তিত নির্মল কালুয়ার দোকানে হানা দেয়।পুলিশি দোকানে তল্লাশি চালিয়ে দুইশো কৌটা হেরোইন সমেত দশটি কিপ্যাড মোবাইল উদ্ধার করে।এমর্মে স্হানীয় থানার ওসি শিবু রঞ্জন দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। পুলিশ ধৃতের বিরুদ্ধে এনিডিপিএস ধারায় মামলার রুজু করে তদন্ত শুরু করেছে। সোমবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে ।