তেলিয়ামুড়াঃ
আবারো ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত তিন! ঘটনা রবিবার তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে।
ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের এক কর্মী জানিয়েছে,, রবিবার বেলা আনুমানিক ১২:৩৫ মিঃ নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে TR05B0777 নম্বরের একটি গাড়ি ও TR04B5039 নম্বরের একটি বাইকের মধ্যে সংঘর্ষে আহত হয় শিশু মহিলা সহ তিন জন। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনা স্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরি কালীন বিভাগে।