Home BREAKING NEWS দেড় কোটি টাকার কফসিরাপ উদ্ধার বিশালগড়ে

দেড় কোটি টাকার কফসিরাপ উদ্ধার বিশালগড়ে

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

গোশালার আড়ালে চলছে নেশার র‍্যাকেড ! গোশালার গবাদী পশুর খাবারের সাথে বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশ করছে অবৈধ নেশা সামগ্রী। রাজ্যের সীমান্ত হয়ে বাংলাদেশে পাচারে উদ্দেশ্যেই বিশালগড়ে প্রবেশ করেছিল গাড়িটি। প্রায় দেড় কোটি টাকার অবৈধ নেশার বোতল বাজেয়াপ্ত করা হয়। জানা যায় বিশালগড় মধুপুর থানাধীন দেবীপুরের এক গোশালার গবাদী পশুর খাদ্য সামগ্রী বোঝাই এই লড়িটি সন্দেহজনক ভাবে আটক করে মধুপুর থানার পুলিশ।

শনিবার মধ্যরাতে মধুপুর থানাধীন পূণ্য সেনাপতি পাড়া এলাকা থেকে আটক UP 70 CT 4611 নম্বরের উত্তর প্রদেশের ১২ চাকার লড়ি থেকে এই নিষিদ্ধ কফ সিরাপগুলি উদ্ধার করা হয়। রাতেই গাড়িকে আটক করে বিশালগড় মহকুমার মধুপুর থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে শনিবার রাতে লরিটি বিশালগড় থানায় নিয়ে আসা হয়। রবিবার সকাল থেকে বিশালগড় মেজিস্ট্রেটের উপস্থিতিতে লড়িটিতে তল্লাশি চালিয়ে এসকফ নামক অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করা হয় । ৩০০ কার্টুনে প্রায় ৪৮ হাজারের বেশি বোতল গাড়িটি থেকে নামানো হয়েছে। গাড়ির চালক অঙ্কুশ শুক্লা এবং সহ চালক রাজন সিং -কে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ মধুপুর ও বিশালগড় থানার পুলিশ।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato