Home BREAKING NEWS আবার নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার উদয়পুরে

আবার নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার উদয়পুরে

by News On Time Tripura
0 comment

উদয়পুরঃ সামাজিক অবক্ষয়ের আরেকটি নমুনা প্রকাশে আসতেই ছিঃ ছিঃ রব সর্বত্র। জলার পাশ থেকে এক নবজাতক শিশু উদ্ধারের ঘটনায় মনুষ্যজাতির মানবিকতা প্রশ্নচিহ্নের মুখে। সোমবার উদয়পুর কিল্লা থানার অন্তর্গত খুপিলং ব্রীজ সংলগ্ন জলার পাশে একটি নবজাতক শিশুর দেহ পড়ে থাকতে দেখে পথ চলতি সাধারণ মানুষ। এরপর খবর দেওয়া হয় কিল্লা থানার থানার পুলিশকে। পরবর্তীতে কিল্লা থানার পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উসকে দিচ্ছে জনমনে। তবে কি মনুষ্য জাতির পাপের খেসারত দিতে হলো ছোট্ট এই নবজাতককে?। তৎসঙ্গে কি করে শিশুটি ওই স্থানে এলো এনিয়ে ধোঁয়াশায় সকলে। যদিও প্রাপ্ত খবর অনুযায়ী এখনো তার মা-বাবার পরিচয় মিলেন। দাবি উঠছে পুলিশি সঠিক তদন্তক্রমে এই ঘটনায় জড়িত পাপীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের।

You may also like