ধর্মনগরঃ আবারো অবৈধ প্রবেশকারী বাংলাদেশী নাগরিক আটকে সীমান্ত সুরক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বরাবরই রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ বাংলাদেশী নাগরিক আটক হচ্ছে।আর সেক্ষেত্রে দালাল মারফত ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত টপকে রাজ্যে প্রবেশের তথ্য উঠে আসছে। অনুরুপ শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার ধর্মনগর থানার পুলিশ রাজবাড়ি এলাকা থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করে।পরে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে,সে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্তের কাঁটাতার টপকে ভারতের মাটিতে প্রবেশ করে। জানা গেছে ধৃত যুবকের নাম সুরজিৎ দেবনাথ (৩) পিতা সত্যেন্দ্র দেবনাথ।বাড়ি বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জের চন্ডিপুর এলাকায়।এমর্মে স্হানীয় থানার ওসি শিবু রঞ্জন দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ ৮১ নম্বরের পাসপোর্ট এক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখছে ধৃত বাংলাদেশী নাগরিক কি উদ্দেশ্যে রাজ্যে প্রবেশ করছে। তাছাড়া এই অবৈধ প্রবেশ চক্রের সাথে কারা কারা জড়িত রয়েছে। তিনি আরো জানান, শনিবার ধৃত বাংলাদেশী নাগরিককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।