দামছড়াঃ রাজ্যের প্রবেশদ্বার তথা উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন চুরাইবাড়ি ও কদমতলা এলাকা রাজ্য বাসীর কাছে বেশ চর্চিত একটি জায়গার নাম। ত্রিপুরা অসম সংযোগী চুরাইবাড়ি ও কদমতলা এলাকা দিয়ে নেশা সামগ্রী আদান প্রদান হয়ে থাকে বলে দীর্ঘ দিনের এক অভিযোগ ছিল।তাই চুরাইবাড়ি ও কদমতলা থানার পুলিশের দিকে বাড়তি নজরদারি থাকে সংশ্লিষ্ট দপ্তর সহ রাজ্য বাসীর। এমনকি এই সড়ক গুলি পরিদর্শন করে গেছেন রাজ্যের মন্ত্রী,আমলারাও।দুই থানার সবকটি অসম ত্রিপুরা সংযোগী সড়কে রয়েছে স্হানীয় থানার পুলিশের নাকা পয়েন্ট। বিশেষ করে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ি ছাড়া অন্য কোন সীমান্ত সড়ক দিয়ে মালবাহী লরি চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।কিন্তু আশ্চর্যের বিষয় হলো,একই জেলার পানিসাগর মহকুমাধীন দামছড়া থানা এলাকার অসংখ্য সীমান্ত সড়ক দিয়ে চলছে অবাধে পাচার বানিজ্য। তাতে করে যেমন অবৈধ নেশা সামগ্রী,বার্মিজ সুপারি, বার্মিজ গরু ও নিষিদ্ধ শুয়র রাজ্যে প্রবেশ করছে, তেমনি করযুক্ত সামগ্রী রাজ্যে ঢুকার ফলে রাজ্য সরকার মার খাচ্ছে রাজস্ব। মূলত দামছড়া থানা এলাকায় রয়েছে ত্রিপুরা মিজোরাম সীমান্ত ও ত্রিপুরা অসম সীমান্ত।সূত্রের খবর, দামছড়া এলাকার মানিক হালাম নামের এক যুবকের হাতধরে বহিঃ রাজ্য অসম থেকে রাজ্যে নিষিদ্ধ শুয়রের পাচার বানিজ্য চলছে। কিন্তু সম্প্রতি দামছড়া থানার ওসির দায়িত্ব হাতে নিয়েই পাচারকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন ইন্সপেক্টর রাজু ভৌমিক। তিনি দায়িত্ব নিয়েই সবধরনের পাচার বানিজ্য বন্ধ করতে মাঠে নামেন।একে একে বার্মিজ সুপারি, বার্মিজ গরু,বিলেতি মদ আটক করে পাচারকারীদের কোনঠাসা করেন।এক কথায় পাচার বানিজ্যের করিডোর দামছড়া থানা এলাকা দিয়ে পাচারের সাহস পাচ্ছে না পাচারকারীরা। যদিও টুকটাক পাচার হচ্ছে তাতেও ওসি থাবা বসাচ্ছেন। অনুরুপ শনিবার সকালে ওসির নেতৃত্বে আটক করা হয় নিষিদ্ধ শুয়র।এদিন অসম থেকে অবৈধভাবে স্হানীয় থানার ত্রিপুরা অসম সংযোগী রাধা কিশোর পুর এলাকা দিয়ে দামছড়ায় প্রবেশের পথে TR04D/1502 এবং AS01QC/2619 নম্বরের দুটি বলেরো গাড়ি আটক করে পুলিশ।পরে গাড়ি দুটি থেকে মোট একশোটি নিষিদ্ধ শুয়রের বাচ্চা উদ্ধার করে পুলিশ। পুলিশ শুয়রের বাচ্চা উদ্ধার করে ARDD দপ্তরের সাথে কথা বললে তারা গাড়ি দুটিকে অসমে ফেরৎ পাঠানোর পরামর্শ দেন।পরে পুলিশ এদিনই গাড়ি দুটিকে অসমে ফেরৎ পাঠিয়ে দেয়।এমর্মে ওসি রাজু ভৌমিক টেলিফোনিক সাক্ষাৎকারে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন,শুয়র বহিঃ রাজ্য থেকে রাজ্যে প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ (ban) করেছে ARDD দপ্তর। তাছাড়া উত্তর জেলার পুলিশ সুপার ও পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের কড়া নির্দেশ রয়েছে,যাতে বহিঃ রাজ্য থেকে কোন শুয়র রাজ্যে প্রবেশ করতে না পারে।ওসি আরো জানান,সকল অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে আগামী দিনেও দামছড়া থানার আপোসহীন অভিযান জারি থাকবে।