কদমতলাঃ গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার কদমতলা থানার হাতে আটক পয়ত্রিশ লক্ষ টাকার ইয়াবা টেবলেট ও গাঁজা।সাথে আটক তাজুল ইসলাম (৩২) পিতা আতাউল হক নামের এক পাচারকারী। ধৃতের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার নিলাম বাজার এলাকায়।সাথে পলাতক সাদ্দাম হোসেন নামের এক গাঁজা পাচারকারী। জানা গেছে,শুক্রবার বিকেল থেকেই গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নামেন কদমতলা থানার থানার ওসি সহ তার দলবল।এদিন সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা অসম সীমান্তের বাঘন এলাকা অভিযান চালায় পুলিশ।অসম থেকে পায়ে হেঁটে রাজ্যে প্রবেশ করলে পুলিশ তাকে আটক করে যথারীতি তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে তার হাতে থাকা প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে কুড়ি প্যাকেটে মোট চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় ঐ পাচারকারীকে। এদিকে এদিন সন্ধ্যা আটটা নাগাদ দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রেমতলা বাজার সংলগ্ন এলাকার সাদ্দাম হোসেন পিতা আকদ্দছ আলীর বাড়িতে অভিযান চালায় স্হানীয় থানার পুলিশ।অভিযান চালিয়ে তার ঘর থেকে দশ প্যাকেটে একশো কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যদিও পুলিশি অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যায় বাড়ি মালিক তথা পাচারকারী।এমর্মে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে এদিন পৃথক দুটি অভিযান চালানো হয়। পুলিশ সুনির্দিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।সাথে পলাতক গাঁজা পাচারকারী সাদ্দাম হোসেনের খোঁজে জোর তল্লাশি জারি রেখেছে পুলিস। তিনি জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল কুড়ি লক্ষ এবং গাঁজা কালোবাজারি মূল পনেরো লক্ষ টাকা ফবে।পাশাপাশি তিনি আরো জানান,ইয়াবা ট্যাবলেট গুলি অসম থেকে রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল। তাছাড়া পলাতক সাদ্দাম হোসেন এর পূর্বেও মাদক মামলায় সাজা কেটেছিল।