কৈলাশহরঃ চন্ডিপুর RD.ব্লকের অন্তর্গত সিঙ্গিরবিল ADC ভিলেজ এর ২৩ বছরের এক উপজাতি যুবতী নিখোঁজ হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায় সিঙ্গিরবিল এডিসি ভিলেজ এর বাসিন্দা নন্দ দেববর্মার ২৩ বছরের উপজাতি যুবতী কুটিলা দেববর্মা কৈলাশহর আইটিআইতে প্রথম বর্ষের ছাত্রী। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সে তার নিজ বাড়ি থেকে কৈলাশহর আইটিআই কলেজের উদ্দেশ্যে আসে। কিন্তু বিকাল হলেও সে বাড়িতে ফেরেনি। পরবর্তী সময়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পর তার কোন হদিস না মেলায় হতাশ হয়ে পড়েন। পরে শুক্রবার এলাকার লোকজন সহ কুটিলা দেববর্মার ভাই ধিরেন্দ্র দেববর্মা কৈলাশহর মহিলা থানায় একটি মিসিং ডায়েরি করেন। সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কুটিলা দেববর্মার ভাই ধীরেন্দ্র দেববর্মা বিস্তারিত তুলে ধরেন ।