উদয়পুর: চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাইতে আসেন পুরো পরিষদ কার্যালয়ে । সেখানেই প্রচন্ড রৌদ্রের তাপে সানস্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারান এক প্রৌঢ়। পরনে শুধুমাত্র একটা গামছা, গায়ে কিছু নেই । অসহায় দরিদ্র এই ব্যক্তি চিকিৎসার জন্য সাহায্য চাইতে এসে নিজেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন । তার পাশাপাশি তার হাতে একটি চুরি শক্ত ভাবে আটকে থাকায় যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। উদয়পুর পুরো পরিষদের কর্মীরা সাথে সাথেই বৃদ্ধকে প্রাথমিক সাহায্য করে দমকল কর্মীদের কাছে খবর পাঠায়। পরে দমকল কর্মীদের সহযোগিতায় ৭০ ঊর্ধ্ব এই বৃদ্ধকে পাঠানো হয় হাসপাতালে।