আগরতলা:
ঊষা বাজার এলাকা থেকে দুই সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক আটক
এয়ারপোর্ট থানাধীন ঊষা বাজার এলাকা থেকে সন্দেহভাজন দুইজন বাংলাদেশী নাগরিক আটক করে পুলিশ এবং নিয়ে আসা হয় এয়ারপোর্ট থানায়।এই বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ জানান ঊষা বাজার এলাকা থেকে গতকাল সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করার সময় দুই জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ যাদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা রয়েছে।একজনের নাম শেখ রানা বাংলাদেশের বরিশাল জেলার গাসালকান্দির বাসিন্দা, আরেকজন রাফাজা আক্তার গোপালগঞ্জ জেলার দক্ষিণ গঙ্গারামপুর এর বাসিন্দা।তারা অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে,তাদের কাছে প্রয়োজনীয় কোনো বৈধ কাগজ পত্র নেই।আজ তাদের আদালতে প্রেরণ করা হবে এবং আদালত যে রায় দেবে সে অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।তবে বাংলাদেশী অনুপ্রবেশ অব্যহত রাজ্যের বিভিন্ন জায়গা দিয়ে এবং বিগত কয়েক দিনে প্রচুর সংখক বাংলাদেশী নাগরিক আটক হয় এই এয়ারপোর্ট থানা এলাকায়ও তা যদি বন্ধ না হয় আগামি দিনে বিশাল সমস্যার সৃষ্টি হতে পারে বলে সচেতন মহলের দাবি।।