বাগমা: শুক্রবার দুপুরে বাগমা পুলিশ ফাঁড়ি থানার অধীনে বারভাইয়া হাসপাতাল চৌমুহনী শিব মন্দির সংলগ্ন রাবার বাগান থেকে মধ্য বয়সি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক অবস্থায় মৃতার কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যায় বাগমা পুলিশ ফাঁড়ি থানার ওসি রতন রবি দাস সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতাল মর্গে নিয়ে যায়। পুলিশ জানাজানায় ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে। তবে এখন পর্যন্ত মৃতের কোনো পরিচয় পাওয়া যায়নি। রাবার বাগান থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।