বিলোনিয়া: সোনাইছড়ি এলাকায় বিদ্যুৎসৃষ্ট হয়ে মৃত্যুর সংকর মজুমদার নামে এক ব্যক্তি।শুক্রবার সাত সকালে নিজ বাড়িতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু এক সংকর মজুমদার নামে ব্যক্তি। নিজ বাড়িতে বিদ্যুত লাইনে কাজ গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয় শংকর মজুমদার (৫৪)। সংকর মজুমদারের বাড়ি বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। উনি পেশায় একজন মোটর শ্রমিক। বাড়ির লোকজন সংকর মজুমদারকে বিদ্যুৎ সৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসক জানায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। শংকর মজুমদারের মৃত্যুতে হাসপাতাল চত্বরে আত্মীয় পরিজনদের কান্নার রোল পড়ে যায়। ময়নাতদন্ত শেষে সংকর মজুমদারের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।