জয়পুর: কর্ণাটক জয়ের পর এবার রাজস্থান নিয়ে অগ্রিম মাঠে জাতীয় কংগ্রেস। রাজস্থানের ভোটারদের আকর্ষণ করতে এবার বড় সিদ্ধান্ত গেহলোত সরকারের । রাজস্থানে বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্ত রাজ্য সরকারের।
তেমনটাই ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানিয়েছেন, বিদ্যুতের বিল যতই হোক, প্রথম ১০০ ইউনিটের জন্য কোনও বিল দিতে হবে না রাজ্যবাসীকে। পরের ১০০ ইউনিট পর্যন্ত দিতে হবে কেবল একটি নির্দিষ্ট অঙ্কের টাকা। এই সিদ্ধান্ত গ্রহণের কারণও জানিয়েছেন গেহলট। তিনি টুইটে লিখেছেন, একাধিক ক্ষেত্র পর্যবেক্ষন করার পর এবং জনগণের সঙ্গে কথা বলে, তাঁদের ফিডব্যাকের ওপর নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাসের দামের পর বিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা নির্বাচন-প্রাক্কালে বেশ তাতপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সামনেই নির্বাচন রাজস্থানে। তার মাঝেই কংগ্রেসকে ভাবাচ্ছে সে রাজ্যের দলের অন্তর্দ্বন্দ্ব। গেহলট বনাম পাইলট দ্বন্দ্বের অবসান ঘটাতে ইতিমধ্যে দিল্লিতে ডেকে বৈঠক করেছে দলের হাই কম্যান্ড। উল্লেখ্য, বিদ্যুতের বিল নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গ্যাসের দাম নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার। সেখানে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম করা হয়েছে ৫০০ টাকা।