Home আন্তর্জাতিক সাংসদ পদ হারানো নিয়ে প্রথম প্রতিক্রিয়া রাহুল গান্ধীর

সাংসদ পদ হারানো নিয়ে প্রথম প্রতিক্রিয়া রাহুল গান্ধীর

by News On Time Tripura
0 comment

আমেরিকা: মোদী পদবি বিতর্কে আদালতের রায়ে সাংসদ পদ হারানো নিয়ে এই প্রথম মুখ খুললেন রাহুল গান্ধী। তাও আবার দেশের বাইরে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সফরে রয়েছেন রাহুল গান্ধী। সেখানে বিভিন্ন শহরে এবং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন রাহুল। বৃহস্পতিবার এমনই একটি অনুষ্ঠানে সম্বোধন করতে গিয়ে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরে নিজের সাংসদ পদ খোয়ানোর বিষয় নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরলেন রাহুল গান্ধী। তিনি বললেন তিনি কখনো কল্পনাই করেননি সাংসদ পদ হারাতে হতে হবে। মানহানি মামলায় দেশে তাকে সম্ভবত সর্বোচ্চ শাস্তি পেতে দিয়েছে আদালত।

তিন মার্কিন শহর সফরের কারণে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন রাহুল। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভারতীয় পড়ুয়াদের প্রশ্নের উত্তরে তিনি বুধবার নিজের সাংসদ পদ খারিজ হওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন। রাহুল গান্ধী বলেন, তিনি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলেন, তিনি কল্পনাও করেননি এভাবে তাঁর সাংসদ পদ খারিজ হতে পারে। একই সঙ্গে জানান, তবে এই পরিস্থিতি তাঁকে আরও বেশি করে জনগণের সেবা করার সুযোগ দিয়েছে। রাহুল আরও বলেন, ‘এটি আমার জন্য একটি বড় সুযোগ। সম্ভবত আমি আগে যা সুযোগ পেয়েছি তার চেয়েও বড়। রাজনীতি এভাবেই কাজ করে।’ ভারতীয় পড়ুয়াদের সঙ্গে কথা বলার সময় রাহুল বলেন, ‘এখানে একদল তরুণ ভারতীয় পড়ুয়া রয়েছে। আমি তাঁদের সঙ্গে কথা বলতে চাই। এটা আমার অধিকার।’ তাঁর ভারত জোড় যাত্রার কথাও উল্লেখ করেন নিজের বক্তব্যে। উল্লেখ্য, ২০১৯ সালে করা মোদি পদবি বিতর্কের জেরে এবছরের শুরুতে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে আদালত। তার পরেই খারিজ হয়ে যায় রাহুলের লোকসভার সাংসদ পদ। রাহুল গান্ধী সাংসদ পদ খারিজের পরেই নিজের সরকারি বাসভবনও ছেড়েছেন।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato