বিশালগড়ঃ
স্ত্রীর ধরালো অস্ত্রের প্রানঘাতী আক্রমনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্বামী।আহত স্বামীর নাম রাজু গৌড়।বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন স্বামী।ঘটনার তদন্তে ধর্মনগর থানার পুলিস। জানা গেছে, সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ ধর্মনগর দমকল অফিসে খবর আসে উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা রাজু গৌড়কে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপিয়ে আহত করেছে।খবর পেয়ে দমকল কর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে তার বাড়ি থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৎক্ষনাৎ চিকিৎসা শুরু করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে।
আহতের গলা,হাত ও পায়ে একাধিক দায়ের কোপ পড়েছে। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছে আহত স্বামী।এদিকে ঘটনার দায়ভার স্বীকার করেছে আহতের স্ত্রী মায়া গৌড়।সে জানায়,দিনমজুর স্বামী দিনভর মদ্যপান করে তাকে প্রচন্ড ভাবে মারধর করতো।এদিন বিকেলেও মদ্যপান করে বাড়ি এসে তার উপর অত্যাচার শুরু করে।এক সময় তার ধৈর্য্যর বাধ ভেঙে যায়।পরে সে সব্জি কাটার ধারালো দা দিয়ে স্বামীর শরীরে এলোপাথাড়ি কোপ দিয়ে আহত করে। অপরদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে স্হানীয় থানার পুলিস। পুলিস ইতিমধ্যে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।পাশাপাশি খতিয়ে দেখছে এই প্রানঘাতী আক্রমনের পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে কিনা।