শান্তিরবাজার: বিধ্বংসী অগ্নিকান্ডে পুরে ছাই বসত ঘর এবং ঘরে রান্নারত এক গৃহবধূ। ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার শহরের মাষ্টার পাড়ায় বেলা আনুমানিক ১১ টা ১০ মিনিট নাগাদ রাশমোহন দেবনাথের বাসভবেন অগ্নিকান্ড ঘটে । এই অগ্নি সংযোগে রাশমোহন দেবনাথের বাড়িতে একটি ঘর পুরে ছাই হয়ে যায়। তার পাশাপাশি ঘরে থাকা এক গৃহবধূ এই অগ্নিকান্ড পুরে ছাই হয়ে যায়। জানা যায় ঘরে থাকা ২ টি গ্যাসের সিলিন্ডার ফেটেগিয়ে এই বিধ্বংসী অগ্নিকান্ড ঘটে। এই অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে যাওয়া গৃহধূর নাম মনিকা দেবনাথ ভৌমিক ( ৩৪ )। স্বামী পুলক ভৌমিক। স্বামী নবম বাহিনী টি এস আর এ কর্মরত অবস্থায় রয়েছে। উনারা স্বপরিবারে রাশমোহন দেবনাথের বাড়ীতে ভারা থাকেন বলে জানা যায়। উনাদের বাড়ী জোলাইবাড়ীর পশ্চিম পিলাক এলাকায়। জানাযায় গৃহবধূর স্বামী উনার পরিবারের লোকজনদের নিয়ে উদয়পুর মাতার বাড়ীতে গিয়েছে। গৃহবধূ বাড়ীতে একা থাকা কালিন সময়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলবাহিনীর কর্মীরা ও শান্তির বাজার থানার পুলিশ। দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও গৃহবধূ ও ঘরকে রক্ষাকরা সম্ভবহয়নি। জানাযায় শান্তির বাজার মহকুমার মাষ্টার পাড়া এলাকায় রাস্তা সংকীর্ন হবার ফলে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ী যেতে দেরি হয়েছে। এই এলাকায় জলেরও সংকট রয়েছে। এলাকার লোকজনেরা পুকুর ভরাটকরে ঘরবাড়ী নির্মানকরায় জলের সংকট দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি এইধরনের দুর্ঘটনা এরাতে এলাকার রাস্তাটি বর করাহোক। যাতেকরে আর কোনো গৃহবধূ ও লোকজনেরা অকালে প্রান হারাতে নাহয়। জানাযায় মৃত গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনেরহাতে তুলে দেওয়াহবে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়ানেমেএসেছে।