Home BREAKING NEWS অটো শ্রমিকদের পুলিশ হয়রানি, সিএনজি স্টেশনের দাবিতে পথ অবরোধ

অটো শ্রমিকদের পুলিশ হয়রানি, সিএনজি স্টেশনের দাবিতে পথ অবরোধ

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ হঠাৎ ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত বিলোনিয়া অটোরিক্সা মজদুর সংঘের অটো চালকরা বনকর নদীর উত্তর পাড়ে বিলোনিয়া আগরতলা এবং বিলোনিয়া রাজনগর এই দুটি সড়ক অবরোধ করে। প্রায় দুই ঘন্টার বেশি সময় ধরে অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে আপাতত অবরোধ প্রত্যাহার করে চলাচল স্বাভাবিক করে। মূলত পুলিশি হয়রানির অভিযোগে এই অবরোধ বলে জানায় অটো মালিক এবং শ্রমিকরা। প্রতিনিয়ত তাদের হয়রানির শিকার হতে হয় ।দিতে হয় জরিমানা। অটোচালকদের বক্তব্য হলো বিলোনিয়াতে কোন সিএনজি স্টেশন নেই তাই সিএনজির জন্য তাদেরকে ৪৫ কিলোমিটার দূরে উদয়পুর যেতে হয়। কিন্তু উদয়পুর যাওয়ার পথে পারমিটের অজুহাতে তাদেরকে জরিমানা করা হয়। এছাড়াও পারমিট রোড ছাড়া অন্য রোডে রিজার্ভ গেলেও তাদের দিতে হয় জরিমানা। দীর্ঘদিন তাদের এই অত্যাচার সহ্য করার পর আজ যখন তারা পুলিশ আধিকারিকের সাথে কথা বলতে যায় তখন তাদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ এনে তারা মিলিতভাবে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের কারণে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ পথ চলতি নাগরিকদের দীর্ঘক্ষন ধরে অসুবিধার সম্মুখীন হতে হয়। যদিও ভারতীয় মজদুর সংঘের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং বিভাগীয় নেতৃত্বরা এই অবরোধের বিষয়ে কিছু জানেন না বলে জানান। পুলিশ জানায় সংগঠন এবং প্রশাসনের মাধ্যমে পরবর্তী সময়ে এই বিষয়ে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলি প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশ। আপাতত অটো মজদুর সংঘের এই ধরনের ভূমিকায় হতবাক সাধারণ পথ চলতি জনগণ।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato