কদমতলাঃ এবার উত্তর জেলার কদমতলা থানা এলাকায় সংঘটিত হল এক ন্যাক্কারজনক ঘটনা। মায়ের অনুপস্থিতিতে দুই নাবালক দ্বারা একাধিক বার ধর্ষনের শিকার এগারো বছরের এক নাবালিকা। ধর্ষিতা নাবালিকার অভিযোগ মূলে অভিযুক্ত দুজনকেই আটক করেছে কদমতলা থানার পুলিস। জানা গেছে, শনিবার দুপুর বারোটার দিকে কদমতলা থানা এলাকার এগারো বছরের এক নাবালিকাকে বাড়িতে একা রেখে কাজের সন্ধানে বেরিয়ে যান তার মা। তারপর সন্ধ্যার দিকে বাড়ি ফিরলে নাবালিকা মেয়েটি কান্না করতে করতে মাকে জানায়,দুই নাবালক তার একাকীত্বের সুযোগ নিয়ে এদিন বিকেল তিনটে নাগাদ বাড়িতে ঢুকে বলপূর্বক তাকে একাধিকবার ধর্ষন করে।তারপর এদিন রাত সাড়ে দশটা নাগাদ কদমতলা থানায় ঘটনার খবর আসলে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান স্হানীয় থানার ওসি সুবীর মালাকার। ঘটনাস্থলেই নাবালিকা মেয়ের জবানবন্দি অনুসারে মামলা নেয় পুলিস।পুলিস 27 নম্বরের ভারতীয় দন্ডবিধির 376(A)(B)/34 IPC.4 OF POSCO ACT এ মামলা হাতে নিয়ে এদিন ভোররাতে বজেন্দ্র নগর এলাকার কলোনির মাদ্রাজি পাড়া থেকে অভিযুক্ত ধর্ষনকারী দুই নাবালককে গ্রেফতার করে।ধৃত দুই নাবালকের বয়স ষোল বছর বলে জানা গেছে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এধরনের নিকৃষ্টতম ঘটনার কোন প্রতিক্রিয়া দেননি ওসি। তিনি অফ ক্যামেরায় জানান,ধর্ষিতার বাবা বেশ কয়েকমাস যাবৎ নিখোঁজ।তাই সংসার প্রতিপালনের জন্য মা কাজের সন্ধানে গেলে অভিযুক্ত দুই নাবালক নাবালিকা মেয়েটিকে বলপূর্বক একাধিকবার ধর্ষন করে। তাছাড়া ধর্ষনের সময় সেই মুহুর্ত গুলি মোবাইলে ক্যামেরা বন্দি করেছিল ধৃতরা। বর্তমানে নাবালিকার শারিরীক পরিক্ষা নিরিক্ষা করানো হয়েছে। তিনি আরো জানান, রবিবার দুপুরে ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি স্হানীয় এলাকা থেকে জোড়ালো দাবি উঠছে,তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদান করা হউক।