কুমারঘাটঃ পাচারকালে শতাধিক উন্নত প্রজাতির গরু আটক হয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে। জানা গেছে পানি সাগর ১০৮ নম্বর সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা মায়ানমার থেকে মিজোরাম হয়ে ত্রিপুরায় আসা উন্নত প্রজাতির গরু পাচারের বিরুদ্ধে অভিযান চালায় রবিবার। সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা মাছলি কাঞ্চন বাড়ি সড়কের পূর্ব মাছলি শিববাড়ি এলাকায় সাত থেকে আট টি ছোট বড় গাড়ি আটক করে। সবকটি গাড়িতে প্রচুর পরিমাণে উন্নত জাতির গরু বুঝাই ছিল, তার মধ্যে গাড়িতেই তিনটি গরু মারা যায়। সূত্র অনুযায়ী জানা গেছে ২০ থেকে ৩০ টি গাড়ি ফটিকরায়য়ের দিকে গরু বুঝাই করে আসছিল তবে সবগুলি গাড়িকে আটক করা সম্ভব হয়নি। একসাথে গাড়িসহ এতগুলি গরু আটকের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন।