ধর্মনগরঃ বজ্রপাতে গুরুতর ভাবে আহত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু সহ দুই মহিলা।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন হাফলং ছড়া চা বাগানে।জানা গেছে শনিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ হাফলং ছড়া চা বাগানের বাসিন্দা অহিলা তাঁতী,বাবলী তাঁতী ও দশ বছরের রাকেশ গৌড় উনুনে আগুন জ্বলানোর জন্য জঙ্গলে লাকড়ি আনতে যান। কিন্তু সেই সময় হঠাৎ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হয়।
আর তখনই তাদের উপর বজ্রপাত আছড়ে পড়লে সকলেই ঘটনাস্থলে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পড়ে আশপাশের লোকজন ধর্মনগর দমকল অফিসে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে আসে।আহতরা দশ বছরের রাকেশ,তার জেঠিমা অহিলা ও মামি বাবলী।বর্তমানে জেলা হাসপাতালে সকলের চিকিৎসা চলছে। এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন,তিন জনের মধ্যে রাকেশের অবস্থা গুরুতর।