আগরতলাঃ আর কত যুবকের প্রান নিয়ে শান্ত হবে নেশার এই কাল ছায়া। রাজ্যের ভবিষ্যত , রাজ্যের যুব সমাজ তথা আর কত মায়ের কোল খালি করলে নিজেদের ব্যাঙ্ক ব্যাল্যান্স সমৃদ্ধ হবে নেশার বেপারীদের। আর কত যুবকের প্রান সত্যিকারের অর্থে জাগাতে পারবে ঘুমন্ত এই প্রশাসনকে। আবারো নেশা কেড়ে নিল আরেক পিতার সম্বল , খালি করল আকের মায়ের কোল। আর এই নেশার বেপারিদের এতটাই ক্ষমতা, ছেলের মৃত্যুর পরেও মুখ খুলতে সাহস পাচ্ছেনা অভাগা পিতা। নেশা মুক্ত ত্রিপুরা তো দুরের কথা কৌটা নামক নেশার কাল ছায়ায় আবৃত আজ গোটা রাজ্য। গন্ধহীন এই বিষাক্ত নেশায় জেনারেশনের পর জেনারেশন ধ্বংস হচ্ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। ২২ বছরের এক তরতাজা যুবকের নিথর দেহ আজ পিতার কাঁধের বোঝা , যা বইবার শক্তিটুকু তার নেই।
মৃত্যুর পর পিতা জানতে পারে ছেলে নেশায় আসক্ত। আর সেই নেশাই আজ তার যৌবনে ভরা ছেলেটিকে তার কাছ থেকে কেড়ে নিল। ব্রাউন সুগারের নেশা আবারো কেড়ে নিল ২২ বছরের এক যুবকের তরতাজা প্রাণ। সূর্য মনি নগর এলাকার বাসিন্দা উত্তম সরকার নামে বাইশ বছরের সেই যুবক দীর্ঘদিন যাবত ব্রাউন সুগার আসক্ত ছিল। শুক্রবার হঠাৎ করে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে উত্তম। বৃদ্ধ বাবা তাকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসা চলাকালীন শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে উত্তম। অল্প বয়সের ছেলের এই পরিনতিতে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে ৬০ বছরের বৃদ্ধ বাবা। নিজ ছেলেকে বাচাতে না পারলেও রাজ্যের আপামর যুব সমাজকে এই অভিশাপ থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন ।