Home BREAKING NEWS ইএমআই থেকে বাঁচতে বাইক চুরির নাটক

ইএমআই থেকে বাঁচতে বাইক চুরির নাটক

by News On Time Tripura
0 comment

উদয়পুরঃ বাইকের ইএমআই এর টাকা না দেওয়ার নতুন ফন্দি। আটক 3 জন অভিযুক্ত। ঘটনার বিবরণে জানা যায় গত নভেম্বর মাসের ৩০ তারিখ উদয়পুরের বাসিন্দা প্রশান্ত দাস বহুমূল্যের একটি বাইক ক্রয় করেন ২৫ হাজার টাকা ডাউন মানি দিয়ে। ৪৮ মাসের কিস্তিতে প্রতিমাসে 4750 টাকা করে ইএমআই দিতে হবে। এরই মধ্যে প্রশান্ত বাইকের ইএমআই এর টাকা না দিতে পারায় পিত্রা এলাকার সাগর দাসের কাছে ১৬৫০০ টাকায় বাইকটি বিক্রি করে দেন। কথা থাকে প্রতি মাসে ইএমআই চালানোর জন্য। এদিকে সাগর দাস বাইকের টাকা না দিয়ে বাইকটি চুরি হয়ে গেছে বলে রাধাকিশোরপুর থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার পর পুলিশ বাইক চুরির ঘটনায় তদন্ত শুরু করেন। পুলিশ চুরির ঘটনায় তদন্ত করে জানতে পারেন বাইকটি কলমছড়া সাগর মিয়ার কাছে বিক্রি করে দিয়েছে সাগর দাস নামে পিত্রার যুবকটি। এদিকে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে বাইকের মালিক সাগর দাস এবং সাগর মিয়া 2 জনকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসেন। রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস জানান বাইকের ইএমআই এর টাকা না দিয়ে পার পাবার জন্য নতুন ফন্দি এঁকেছে একটি চক্র।

তারা অধিক দামের বাইক ইএম আইএর মাধ্যমে ক্রয় করে কিছুদিন পর বাইকটি অন্যত্র বিক্রি করে দিয়ে, বাইক চুরি হয়ে গেছে বলে থানায় এন্ট্রি করে ফাইনান্স কোম্পানিকে দিয়ে দিচ্ছেন। যার ফলে তারা ফাইন্যান্সের টাকা আর দিতে হচ্ছে না। উপরন্ত ইন্সুন্যান্স কোম্পানি থেকে উল্টো টাকা পাচ্ছেন। দীর্ঘ তদন্তের পর এই একটি চক্রকে পাকড়াও করা হয়েছে। আগামী দিনে আরও বেশ কয়েকটি বাইক চুরির ঘটনায় ইএমআই এর টাকা হাতানোর অভিযুক্তদের জালে তুলা হবে বলে জানান।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato