ধর্মনগরঃ উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতালের মর্গ থেকে অক্ষত অবস্থায় থাকা মৃতদেহ থেকে একটি চোখ ও গাল কাটা অবস্থায় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকালে পানিসাগরে একটি পথ দুর্ঘটনায় এক স্কুটি চালককে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই মৃত্যু ঘটে সুমেশ রায় নামে দুর্ঘটনায় আহত ব্যক্তির। রাতেই পরিবারের লোকজন মৃত ব্যক্তির লাশ জেলা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য পুলিস, চিকিৎসকের আবেদন জানিয়েছিলেন। কিন্তু আইনগত কারণে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেয়নি পুলিশ। ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পুলিস মৃতদেহ নিয়ে রাখে। শনিবার সকালে পরিবারের লোকজন জেলা হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাবার জন্য জেলা হাসপাতালে আসেন।
ময়না তদন্তের পর পরিবারের লোকজন দেখতে পান মৃতদেহের ডান দিকে একটি চোখ নেই ও গালের বেশ কিছু অংশে মাংস নেই এবং সেই জায়গা দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। এই ঘটনা দেখে পরিবারের লোকজন উত্তেজিত হয়ে উঠেন এবং পুলিস, চিকিৎসক সহ ডোমের উপর ক্ষোভ উগড়ে দেন। তারা জানতে চান,রাতে অক্ষত অবস্থায় রেখে যাওয়া মৃতদেহ কিভাবে এই অবস্থা হলো। পুলিস জানিয়েছে রাতে মৃতদেহ অক্ষত অবস্থায় ছিল ময়না তদন্তের পর থেকে এই ঘটনা দেখা গেছে। এদিকে এই ঘটনা দেখার পর পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। তারা পুলিসকে এই ঘটনার দ্বিতীয়বার ময়না তদন্ত করতে বলেন। অবশেষে সাংবাদিক পুলিস ও পরিবারের লোকজনদের মধ্যস্থতায় বিষয়টি তদন্তের দাবি জানানো হয়। পরিবারের লোকজন এই ঘটনায় লিখিত ভাবে অভিযোগ জানান ধর্মনগর থানায়। পরবর্তীতে পুলিস মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। পরিবারের লোকজন এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।