বিলোনিয়াঃ “মহিলা সশক্তিকরন এবং বেটি বাচাও বেটি পড়াও” – এইসব স্লোগানে আদৌ কি সম্ভব হয়েছে এই দেশে মহিলা ও নারীদের অধিকার এবং সম্মান তুলে দিতে। বাস্তবের অনেক ঘটনা কিন্তু অন্য কথা বলছে। আজও বাড়িয়ে কন্যা সন্তান হলে অসম্মান এবং দুশ্চিন্তায় ভোগে অনেক পরিবার। ঘরে চার সন্তান, পঞ্চম সন্তানটি হয় একটি ফুটফুটে কন্যা সন্তান। আর কন্যা সন্তা হয়েছে জানতে পেরে নিজের সদ্যজাত কন্যাকে অস্বীকার করে জন্মদাত্রী মা নিজে। তারপর সন্তানটির স্থান হয় হোমে। সংসারের অভাব এবং কন্যা সন্তানের প্রতি তিরস্কার মায়ের মোনকেও কঠোর করে তুলে। তবে পরে সন্তানের মোহে নিজ ভুল স্বীকার করে মা। দ্বারস্থ হন শিশু সুরক্ষা দপ্তরে। পুনরায় ফিরে পেতে চায় নিজের মেয়েকে।শিশু কল্যাণ সমিতি বিভিন্ন তদন্তের পর আইনী পক্রিয়ার মাধ্যমে কন্যা সন্তানটিকে হোম থেকে নিয়ে এসে শুক্রবার দুপুরে জন্মদাত্রী মায়ের কোলে তুলে দিল শিশু কন্যা দেবাংশিকে । এই দেবাংশি নামটাও শিশু কল্যাণ কমিটির দেওয়া । নিজের মেয়ে দেবাংশিকে পেয়ে খুশি জন্মদাত্রি মা দেবিকা চক্রবর্তী ।