Home BREAKING NEWS এক লাইসেন্স দিয়ে চলছে দুটি জলের কোম্পানি

এক লাইসেন্স দিয়ে চলছে দুটি জলের কোম্পানি

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ ভগবান বিনামুল্যে জীবকুলকে দিয়েছে জল , এর সেই জল বোতলে ভরে মুল্য আদায় করছে মানুষ। না তা ঠিক আছে, তাতে আপত্তি নেই। তবে জীবনদায়ী এই সম্পদ নিয়ে দুনাম্বারি কেন করছেন ? রাজ্যের দিকে দিকে ব্যঙের ছাতার মত গজিয়ে উঠেছে জলের কোম্পানী। কারন এই ব্যবসায় প্রয়োজনীয় কাচামাল তো ফ্রি। আর সেই ফ্রি কাচামাল পেয়ে সরকারী বিধি নিষেধের তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাচ্ছে একাংশ কোম্পানি । নাই কাগজ পত্রের বালাই, নাই জলের বিশুদ্ধতার মাপদন্ড।  বিশালগড়ে ব্লু ফিনা নামক এমনি এক জলের কোম্পানিতে শুক্রবার হানা দেয় প্রশাসন। আর এই হানাতেই বেরিয়ে আসে বহু ঘোটালা। একে তো নেই সঠিক কাগজপত্র, তার উপর এক কোম্পানির লাইসেন্স দিতে তিনি দুই দুইটি কোম্পানি চালাচ্ছেন। এবার বুঝুন লাভের হিসাব কোন  জায়গায়। বিনামুল্যে কাঁচামাল , লোভ কি আর সামলায়। শুরু হয়ে যায় জলের গুনগত মানের সাথে ব্যবসাতেও ঘোটালা। শীঘ্রই এইসব কোম্পানিগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন প্রশাসনের। জল মানে জীবন , জলের কোম্পানি যখন দুর্নিতি করে তখন তা সাধারন মানুষের জীবন নিয়ে খেলা করে। সরকার এবং প্রশাসনের এই বিষয়ে আরও কঠোর হওয়া প্রয়োজন।  

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato