খোয়াইঃ গতকাল দুপুরের চাম্পাহাওর থানার অন্তর্গত সোমবাইরা বাজারে এক অটোর ধাক্কায় আহত হয় এক পথচারি। পরবর্তী সময় উত্তেজিত কয়েক জন উপজাতি লোক অটো গাড়িটিকে ধাওয়া করে বাছাইবাড়ি এলাকায় আটক করে। অটোচালক তাপস নম দাসকে বেধরক মারধর করে। এতে অটোচালক গুরুতর আহত হয়। খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর দেখে আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করে বর্তমানে অটোচালক আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অটোচালক দুই যাত্রীকে মারধরের ঘটনার প্রতিবাদে খোয়াইয়ের অটো শ্রমিক ও এলাকাবাসী যৌথভাবে বৃহস্পতিবার সকাল ন়টায় থেকে খোয়াইয়ের তিন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধকারীরা এদিন চেরমা এলাকায় খোয়াই কমলপুর জাতীয় সড়ক ও জাম্বুরা এলাকায় খোয়াই চাম্পাহাওর সড়ক এবং সিঙ্গিছড়া দুই নং বাজারে খোয়াই লাটাবাড়ি সড়ক অবরোধ করে। এই অবরোধের ফলে প্রচন্ড রৌদ্রের মধ্যে রাস্তার দুপাশ ব্যাপক সৃষ্টি।