তেলিয়ামুড়াঃ
সভ্য-সমাজের বুকে আবারো এক নারকীয় ঘটনার সাক্ষী থাকলো গোটা তেলিয়ামুড়া বাসী। এবার ২৪ বছর বয়সী মানুষরূপী পশু কতৃর্ক ধর্ষণের শিকার ৮ বছর বয়সী নাবালিকা কন্যা। পুলিশের জালে গ্রেফতার ধর্ষক।
ধর্ষিতা নাবালিকার পরিবারের অভিযোগ মূলে জানা যায়,,, তেলিয়ামুড়া থানা এলাকায় গত বৃহস্পতিবার ৮ বছর বয়সী নাবালিকা কন্যাকে একই এলাকার ২৪ বছর বয়সি এক যুবক ধর্ষণ করে। এবং নাবালিকা কন্যাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এই ভয়ে নাবালিকা কন্যা কাউকে কিছু না জানালেও মঙ্গলবার বিকেল নাগাদ পরিবারের লোকজনদের নজরে আসে নাবালিকা কন্যার শরীরের কিছু উপসর্গ। সেই উপসর্গ গুলি প্রত্যক্ষ করে নাবালিকা কন্যাকে জিজ্ঞেস করা হলে পরিবারের লোক জনদের কাছে সে বিষয়টি জানায়। পরিবারের লোকজন ঘটনাটি সম্পর্কে জানতে পেরে ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়। এবং এলাকাবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ২৪ বছর বয়সী সেই ধর্ষক তথা বিজয় দাস’কে আটক করে রাম ধোলাই দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার এস.আই রামকৃষ্ণ দাসের নেতৃত্বে পুলিশ। পুলিশ ওই ধর্ষককে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পরবর্তীতে নাবালিকা কন্যার পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় ধর্ষণের লিখিত অভিযোগ জানায়।
তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গেছে,, তেলিয়ামুড়া থানা 2023/TLM/037 ও কেইস নম্বর U/S-376(3) IPC & Sec-06 of POCSO Act 2012. ধারা মূলে পুলিশ একটি ধর্ষণের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।।