Home BREAKING NEWS হার্দিকের গুজরাটকে হারিয়ে নিজের দশম আইপিএল ফাইনালে ধোনীর চেন্নাই

হার্দিকের গুজরাটকে হারিয়ে নিজের দশম আইপিএল ফাইনালে ধোনীর চেন্নাই

by News On Time Tripura
0 comment

চেন্নাইঃ এই নিয়ে দশ বার আইপিএলের ফাইনালে উঠল চেন্নাই।। গত তিন বারের মুখোমুখি সাক্ষাতে হারতে হয়েছে। কিন্তু আসল সময়ে বাজিমাত করল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে ১৫ রানে হারিয়ে দিল তারা। টসে জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ব্যুমেরাং হল সেই সিদ্ধান্ত। প্রথমে ব্যাট করে ১৭২-৭ তুলেছিল চেন্নাই। জবাবে গুজরাত থেমে গেল ১৫৭ রানে।

You may also like